ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি তারা স্পষ্ট সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী—নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ—এই সমর্থনের কথা জানান।
বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
চুলিক দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং হেরাপ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।
একইদিন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন। ঘণ্টাব্যাপী এ বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়া, প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকেও সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে অংশ নেয়।
চাইলে এই রিপোর্টকে আরও ছোট করে সংক্ষিপ্ত নিউজে রূপ দিতে পারি, কিংবা সংবাদপত্রে ব্যবহারের জন্য লিড এবং সাবহেডিংও তৈরি করে দিতে পারি।
আরবি/আরএইচ

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
       -20251031233315.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন