ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৬:৫৭ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদের সই করা চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর প্রেরণ করা হয়।

এতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি প্রেরণ করা হলো, (কপি সংযুক্ত)। বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ডা. শাহাদাত হোসেন বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেন। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

ফলাফল ঘোষণার পর ডা. শাহাদাত হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর একই বছরের ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফলাফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ডা. শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন। ৩ নভেম্বর ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন।