আগামী ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (৩ মে) পূর্বাচল এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় পূর্বাচল নতুন শহরের চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন চেয়ারম্যান। পরিদর্শনকালে ড্রেন ও ফুটপাতের নকশাগত ত্রুটিসমূহ নিরসন করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন শহরের লেকপাড়ে ওয়াকওয়ে ও সাইকেলের রাস্তা পরিদর্শন করে ওয়াকওয়ের বিভিন্ন জায়গায় ভাঙা ও নকশাগত ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা ঠিক করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাবৃন্দ পূর্বাচলে নির্মাণাধীন কবরস্থান ও কাঁচাবাজার ঘুরে দেখেন। কবরস্থান পরিদর্শনকালে রাজউক অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঘর ও অন্যান্য স্থাপনা অপসারণের নির্দেশ দেন তিনি। কাঁচাবাজার পরিদর্শন করে অতিদ্রুত সেখানে বাজার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান।
এরপর রাজউক চেয়ারম্যান পূর্বাচলে রাজউকের অফিস পরিদর্শন করেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে রাজউক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে রাজউক চেয়ারম্যান জানান, পূর্বাচল নতুন শহরের লেকের পাড় ধরে যৌথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করবে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। তিনি আরও জানান, উত্তরা তৃতীয় পর্বের নির্মিত রাস্তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করবে রাজউক।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন