ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা সিফাত গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৭:৫৯ পিএম
আমিনুর রহমান সিফাত। ছবি-রূপালী বাংলাদেশ।

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সহ-সম্পাদক  আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌর শহরের বড় চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।