ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ.লীগ নেতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০১:১০ পিএম
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি ঢাকা বিমানবন্দরে নামেন।

এরপর তাকে চট্টগ্রামের মিরসরাই থানার করা একটি মামলায় গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাকে মিরসরাই থানার পুলিশ ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, ‘দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে আটক করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।’