রবিবার, ২৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১১:৫৪ পিএম

সাংবাদিকদের হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাকির-দম্পতি গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১১:৫৪ পিএম

সাংবাদিকদের হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাকির-দম্পতি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার মামলায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত স্থানীয় সন্ত্রাসী জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি খাতুনকে। শাহবাগ থানা পুলিশের একাধিক টিম বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে রাজধানীর একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করে।

গত বুধবার রাতের আঁধারে পিস্তল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতে হামলা চালায় ডিআরইউ কার্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পরিচিত জাকির হোসেনের নেতৃত্বেই এ হামলা হয়।

এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ডিআরইউর অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘জাকিরের অনুসারীরা হঠাৎ করেই আমাদের ওপর হামলা করেছে। এর আগে টি স্টল নামের একটি দোকান লুট করেছে। গরিব মানুষের একটা দোকান লুট করে এরপর আমাদের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। এটা কাপুরুষোচিত।’

এ সময় সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সিনিয়র সদস্য মশিউর রহমানসহ অন্তত ছয়জন সাংবাদিক আহত হন। আক্রান্ত হন সদস্য মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ আরও কয়েকজন।

ঘটনার সূত্রপাত এক দোকান লুটের মধ্য দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির গং টি স্টল নামের দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল লুট করে। দোকানটির মালিক আজিমের স্ত্রী বলেন, ‘জাকিরের লোকজন আমাদের দোকান লুট করেছে, ভাঙচুর করেছে। পিস্তল দিয়ে ভয় দেখিয়েছে। জোর করে আমাদের জায়গা দখল করে সেখানে মাদক বিক্রি করে। আমি এর বিচার চাই।’

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, ‘জাকির গংরা গত ১৬ বছর ধরে সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষের ওপর দখল-নির্যাতন চালিয়ে আসছে। এই সন্ত্রাসীদের রেহাই দেওয়া যায় না।’

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই খালেক মিয়া বলেন, ‘জাকির ও তার স্ত্রী বিউটিকে আমরা গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্তাধীন। খুব দ্রুত বাকিদেরও গ্রেফতার করা হবে।’

এই হামলার প্রতিবাদে বিবৃতি দিয়েছে ক্র্যাব, ইআরএফ, বিএসআরএফ, ডিজাব, মানবাধিকার সাংবাদিক ফোরাম, এনজেএফসহ সাংবাদিকদের একাধিক সংগঠন। তারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!