আগামীকাল মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।
সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
এ নিষেধাজ্ঞার পেছনে স্পষ্ট কোনো কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ঘোষিত আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৬ মে) ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’-এর ব্যানারে কর্মসূচি পালন শেষে ফের আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয় চত্বরের বাদামতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা মিছিলসহ কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কালো আইন প্রত্যাহার না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। আইন বাতিল হলে আন্দোলন সমাপ্ত হবে।’
আপনার মতামত লিখুন :