ঢাকা বুধবার, ২৮ মে, ২০২৫

চীন বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশিদের জন্য বিশেষ ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। আগ্রহীরা আগামী ১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

১৪ এপ্রিল জাতীয় সংসদে অনুষ্ঠিত একটি সফল ড্রোন প্রদর্শনীর পর এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি বাংলা নববর্ষ ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ ছিল।

চীনা দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরদের জন্য বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণ দেবে।

প্রশিক্ষণ ইংরেজিতে হবে এবং আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে সাংহাইতে অনুষ্ঠিত হবে এটি।

প্রশিক্ষণ দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে

প্রথম পর্যায়- ড্রোন তৈরির মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা শেখানো হবে (১-২ সপ্তাহ)।

দ্বিতীয় পর্যায়- ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর উন্নত প্রোগ্রামিং কৌশল শেখানো হবে (১-২ সপ্তাহ)।

প্রতিটি পর্যায়ের সময়কাল অংশগ্রহণকারীদের কম্পিউটার ও প্রোগ্রামিং দক্ষতার ওপর নির্ভর করবে।

আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে ইমেইলের (dirfa@shilpakala.gov.bd) মাধ্যমে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।