বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ছাত্র-জনতাকে নিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংগঠনের শীর্ষ নেতারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেয় জুলাই ঐক্যের নেতাকর্মীরা। কিন্তু সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি পায়। তবে শেষ পর্যন্ত চারজন প্রতিনিধি ভেতরে ঢোকেন।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৪৪ জন আমলা এখনও দায়িত্বে বহাল আছেন। তাদের অভিযোগ, এই আমলারা সরকারের স্বার্থে নয়, বরং বিশেষ গোষ্ঠী ও বিদেশি শক্তির ইঙ্গিতে কাজ করছেন। তাদের দ্রুত অপসারণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
সচিবালয়ে প্রবেশের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা জানান, সরকার যদি দ্রুত তাদের দাবি না মানে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, আমরা বারবার বলে আসছি—এই ৪৪ আমলা প্রশাসনের ভেতরে থেকে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচিবালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল বাড়তি সতর্কতায়। সংগঠনটির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও পুরো সময়জুড়ে এলাকায় ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামীতে দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিরও ডাক দেওয়া হতে পারে।
এর আগে, সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর জোট জুলাই ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য।
সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
 

 
                             
                                    -20250603132546.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন