আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী ও মানব স্বাস্থ্যের ওপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের মূল লক্ষ্য।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে। এর পেছনে রয়েছে ১৯৭২ সালের ঐতিহাসিক জাতিসংঘ মানবিক পরিবেশ সম্মেলনের প্রেক্ষাপট, যা ৫ থেকে ১৬ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়। এটি ছিল বিশ্বব্যাপী পরিবেশবিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন, যার মাধ্যমেই শুরু হয় পরিবেশ সুরক্ষার বৈশ্বিক উদ্যোগ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশ ও শহরে আলাদা প্রতিপাদ্য ও কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। তবে ২০২৫ সালে বাংলাদেশে ৫ জুন সরকারি ছুটির দিন হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে আগামী ২৫ জুন।
২৫ জুন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান, মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক প্রদান করবেন।
সরকারি কর্মসূচি পরে হলেও বিভিন্ন বেসরকারি সংগঠন ও পরিবেশবাদী উদ্যোগ আজ থেকেই দিবসটি উদযাপন করছে। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘মিশন গ্রিন বাংলাদেশ’সহ মোট ৬৪টি পরিবেশবাদী সংগঠন সারা দেশে একযোগে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, মতবিনিময় সভা, মানববন্ধন ও প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করছে।
বিভিন্ন জেলায় কমপক্ষে ১০০টি করে গাছ রোপণ করা হবে। যার বেশিরভাগই লাগানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও বসতবাড়িতে। দরিদ্র পরিবারগুলোর জন্য উপহার হিসেবেও গাছ বিতরণ করা হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন