মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। গত শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণ পরিস্থিতিকে চরম উত্তেজনায় ঠেলে দিয়েছে। এর প্রভাব পড়েছে ইরানের রাজধানী তেহরানেও।
এ প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ইরান-ইসরায়েলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, কূটনীতিকসহ দূতাবাসের প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় হলে নাগরিকদের আরও সুরক্ষা প্রদান ও প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন