রাজধানীর রমনা পার্কে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের ডিজিটাল বিভাগের দুই সাংবাদিক। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরের দিকে রমনা পার্কে আক্রমণের শিকার হন ওই দুই সাংবাদিক।
আহতরা হলেন- শাহিন আবদুল্লাহ আল মামুন ও সুশান্ত দেবনাথ। তাদের মধ্যে মামুন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিকরা জানান, রমনা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল তৃতীয় লিঙ্গের একটি চক্র। এর সঙ্গে জড়িত রয়েছেন পার্কের লেকের বোটচালকরাও। এমন তথ্য আসে রূপালী বাংলাদেশের কাছে।
সোমবার দুপুরের দিকে এ ঘটনার সংবাদ সংগ্রহে যান দুই সাংবাদিক। অভিযোগের সত্যতা পেয়ে ভিডিও ধারণ করেন তারা। এ সময় আচমকা তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ ১৫ থেকে ২০ জনের একটি চক্র অতর্কিত হামলা চালায়।
হামলার ঘটনায় আহত হন মামুন ও সুশান্ত। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল, পরিচয়পত্রসহ অন্যান্য ডিভাইস কেড়ে নেওয়া হয়। চক্রটি চাঁদাবাজির ভিডিওসহ ফোনের অন্যান্য ভিডিও ডিলিট করে দেয়।
পরে গুরুতর আহত মামুন ও সুশান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এ ঘটনায় রমনা থানায় অভিযোগের পর তিনজনকে আটক করে পুলিশ।
আহত সুশান্ত বলেন, ‘রমনা পার্কে হিজড়াদের চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের ওপর ১৫ থেকে ২০ জনের একটা সন্ত্রাসী দল অতর্কিত হামলা করে। তাদের মধ্যে হিজড়ার চেয়ে বোটচালকরা সংখ্যায় বেশি। তারা আমাদের ওপর এলোপাতাড়ি কিলঘুষি ও পাশে থাকা লাঠি দিয়ে মারধর করে। এতে দুজনই আহত হয়েছি। মাথায় ও ঘাড়ে বেশি আঘাত পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের মোবাইল ও মাইক্রোফোনসহ যাবতীয় ডিভাইস কেড়ে নেয়। পরে চাঁদাবাজির ভিডিওসহ ফোনে থাকা সব ভিডিও ডিলিট করে দেয়।’
আহত দুই সাংবাদিক অভিযোগ করেন, ‘হামলার সময় আশপাশে কয়েকজন আনসার সদস্যদের দেখা গেলেও তারা এগিয়ে আসেনি। তারা আসলে আমাদের ওপর এমনভাবে সন্ত্রাসীরা হামলা করতে পারত না। পার্কে হিজড়াদের এই চাঁদাবাজির সঙ্গে বোটচালকরা জড়িত আছে, না হলে কেন তারা এসে আমাদের ওপর এমনভাবে হামলা করলে!’
এ হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আহত দুই সাংবাদিক।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন