ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:৫১ পিএম
গ্রেপ্তারের প্রতীকী ছবি।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে অন্যান্য অপরাধে জড়িত আরও ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ৪টি একনলা বন্দুক ও একটি চায়না এসএমজি, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ২টি কার্তুজ ও ৩০ রাউন্ড এসএমজির (৭.৬২ মি.মি.) খালি খোসাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।