ফেইসবুকে বিপুল মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল, এবং বাংলাদেশি নারী সুইটি আক্তার।
রোববার (৬ জুলাই) রাতে ও সোমবার (৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা ও মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১ এই প্রতারকচক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম সোমবার রাতে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তাররা ফেইসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ভুয়া বিদেশি পরিচয় দিয়ে মানুষকে বিনিয়োগের লোভ দেখাত। এরপর নানা অজুহাতে টাকা হাতিয়ে নিত।
এসময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি হার্ডড্রাইভ ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রতারকচক্রটি ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে লোকজনের সঙ্গে যোগাযোগ করত। এরপর বিনিয়োগ, বিদেশি পণ্য পাঠানো, কাস্টমস ক্লিয়ারেন্স ইত্যাদি নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করত।
র্যাব জানায়, চক্রটি টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বর ব্যবহার করত, যাতে প্রতারকদের নাম সামনে না আসে। এজন্য তারা বিভিন্ন নারীদের ব্যবহার করত ‘মধ্যস্থতাকারী’ হিসেবে।
বিশ্বাস অর্জনের কৌশল হিসেবে চক্রের কেউ কেউ বিত্তশালী বিদেশি বিনিয়োগকারী সেজে ভুক্তভোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। পরে পণ্য ছাড়াতে কিংবা বিমানবন্দর থেকে ডলার আনার খরচ হিসেবে অর্থ দাবি করত।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর ও প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে, এই প্রতারণা চক্রে নাইজেরিয়ার নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে। চক্রটি অনেকদিন ধরেই সক্রিয় ছিল।
র্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের আরও তথ্য যাচাই করা হচ্ছে এবং এই আন্তর্জাতিক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :