ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:৫৬ পিএম
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

গতকাল মঙ্গলবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি, যেখানে অনেক শিশু প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার ও আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও। তিনি বলেন, ‘ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও দুঃখিত। যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন এবং যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, তাদের সবার কথাই আমাদের মনে আছে।’