শিক্ষার্থীদের আন্দোলন আর নানা সমালোচনার মুখে গতকাল মঙ্গলবারের পর আগামীকাল বৃহস্পতিবারের এইচসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা স্থগিত করতে গড়িমসি করায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার। শিক্ষাসচিবকে প্রত্যাহার করা হলেও শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানীসহ দেশজুড়ে বিক্ষোভ হয়েছে।
গত সোমবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণরত যুদ্ধবিমান। আইএসপিআরের তথ্যমতে, ওই দুর্ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত নিহত হয়েছে ৩১ জন। স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৫ জন।
এদিকে মর্মান্তিক ওই দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা জাতি। শিক্ষার্থীরা এই দুর্ঘটনায় ভীষণভাবে শোকাহত। এমন পরিস্থিতিতে গত সোমবার সন্ধ্যার পর গতকালের পরীক্ষা স্থগিত না করে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি চাউর হলে সমালোচনার ঝড় ওঠে। শেষমেশ রাত ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকালের পরীক্ষা স্থগিত করার কথা জানান।
এদিকে গতকাল সকাল থেকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের পাশাপাশি ৬ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকালে মাইলস্টোন স্কুলের সামনে আন্দোলনের পাশাপাশি দুপুরে সচিবালের সামনেও বিক্ষোভ শেষে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৮৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। একই ইস্যুতে রাজধানী ছাড়াও বগুড়া, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাইলস্টোনের দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান ও গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সচিবালয়ে আন্দোলনে আসা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের (গতকাল) এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়নি। রাত ৩টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনলাম পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ে এসেছি।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বিকেল ৪টার দিকে জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম এ তথ্য জানান।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর চুক্তিতে দুই বছরের জন্য সিদ্দিক জুবায়েরকে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে’।
সিদ্দিক জোবায়েরের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের আরও অভিযোগ, তিনি পতিত সরকারের সাবেক বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্যাশিয়ার ছিলেন। আওয়ামী লীগ সরকারের সব সুযোগ-সুবিধা নিয়েও তিনি আগস্ট পরবর্তী সময়ে সুবিধা পান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, রুটিন অনুযায়ী গতকাল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এই পরীক্ষা স্থগিতের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবারের এসএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেন, অনিবার্য কারণে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।