বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেছেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় আমরা কাজ করছি।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার বিমসটেক সদর দপ্তরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অধিবেশনে এ কথা বলেন মহাসচিব।
ইন্দ্রমণি পান্ডে বলেন, আমরা নিরাপত্তার ওপর আরও বেশি মনোযোগ দিচ্ছি কি না- সে বিষয়ে আমি আবারও বলতে চাই যে, আমাদের মনোযোগ সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়ন করা। সেই প্রেক্ষাপটে আমাদের সদস্যদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও আমরা মোকাবিলায় কাজ করছি।
মহাসচিব বলেন, বিমসটেক সদস্য দেশগুলো উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নিরাপত্তা ভাগাভাগি করতে বিমসটেককে আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে আগ্রহী। নিরাপত্তা আমাদের কর্মসূচির একটি ক্ষেত্র।
মহাসচিব বলেন, আমরা সদস্য দেশগুলোর নিরাপত্তা মোকাবিলা করছি। যেমন- মানবপাচার, মাদকপাচার, সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সদস্য দেশগুলোর উন্নয়নের ওপর প্রভাব পড়বে। তাই সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিরাপত্তার এসব দিকও চিহ্নিত করেছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন