উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তবে ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়কারী ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।’
বুধবার (২৩ জুলাই) বিকেলে তিনি জানান, শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো নির্দেশনা আসেনি, এমনকি নতুন সময়সূচিও ঠিক হয়নি। ফলে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ।
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে, নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর।
এই ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। একদিনে দুটি বিষয়ের পরীক্ষা হলে বিশেষ করে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তা হবে চাপের। অনেকেই ক্ষোভ প্রকাশ করে সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের আহ্বান জানান।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২২ জুলাই রসায়ন (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের পরীক্ষা ছিল। আর ২৪ জুলাই ছিল অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন।
শিক্ষকদের মতে, মানবিক শাখার শিক্ষার্থীরা সাধারণত ইসলামের ইতিহাস/ইতিহাস ও অর্থনীতি একসঙ্গে নেয়, ফলে একদিনে দুটো পরীক্ষার চাপ তাদের ওপর সবচেয়ে বেশি পড়বে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ওপর চাপ তুলনামূলকভাবে কম হবে।
 

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন