ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি বাংলাদেশে স্বীকৃত বার্সা সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা’কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
চিঠিটি এসেছে বার্সেলোনা শহর থেকেই। এতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড সদস্য ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ।
চিঠিতে লেখা রয়েছে, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সবার প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন থাকবে।’
গত সোমবারের ওই দুর্ঘটনার পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। ক্রীড়াঙ্গনও এর বাইরে ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), দেশের ক্রিকেটার ও ফুটবলাররা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। এমনকি অনেক বিদেশি খেলোয়াড়ও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
বার্সেলোনার বাংলাদেশি ফ্যান ক্লাব পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা ক্লাবটির একমাত্র অফিসিয়াল স্বীকৃত সংগঠন। তারা বার্সেলোনার ভাবমূর্তি রক্ষা, কমিউনিটি কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত।
তবে বার্সেলোনার মানবিক এই উদ্যোগ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ‘নিউজওলা’ নামে একটি ফেসবুক পেজ দাবি করেছে, পেনিয়া বাংলাবার্সার পাওয়া সমবেদনার চিঠি নাকি বানোয়াট।
এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে পেনিয়া। তারা এক বিবৃতিতে জানায়, ‘আমরা, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (অফিসিয়াল এফসি বার্সেলোনা পেনিয়া আইডি: ২৩৩৯), “নিউজওলা” নামক একটি ফেসবুক পেজের বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন অভিযোগে গভীরভাবে হতাশ। তারা যে চিঠিটি নিয়ে প্রশ্ন তুলেছে, সেটি বার্সার আরেকটি পেনিয়ার চিঠির ফরম্যাটের সঙ্গে মিল থাকায় সন্দেহ করেছে। এটি দায়িত্বজ্ঞানহীন এবং বিভ্রান্তিকর।’
পেনিয়ার দাবি, ‘এ ধরনের কাজ শুধু ভুল তথ্য ছড়ায় না, বরং বাংলাদেশে বার্সেলোনার প্রথম ও একমাত্র স্বীকৃত পেনিয়া সংগঠন হিসেবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট পেজটিকে তাদের ভুয়া অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানাই।’