ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পোড়া শরীর নিয়ে ছুটে বেড়ানো সেই শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৪ পিএম
শিক্ষার্থী মাহতাব ভূঁইয়া (১৪)। ছবি- সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব ভূঁইয়া (১৪) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। আগুনে দগ্ধ শরীর নিয়ে ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল এই শিক্ষার্থী।

মাহতাব ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়নের বাসিন্দা। বাবা ছেলেকে নিয়ে ঢাকায় স্বপ্ন বুনছিলেন সুশিক্ষা, সুন্দর ভবিষ্যতের। সেই স্বপ্নের সবটা ছারখার হয়ে গেল বিমান বিধ্বস্তে।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকাল পর্যন্ত চেষ্টা চলেছে, কিন্তু শরীর সাড়া দেয়নি। খুবই কষ্টে ছিল ছেলেটি।’

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৪৩ জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে সাতজন আইসিইউতে চিকিৎসাধীন।