কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগি হুক ভেঙে গেলে বগি রেখেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রেনটি।
শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধা ৬টা ৫০ মিনিটে বগি সরিয়ে নিলে সচল হয় কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন রুট।
খোঁজ নিয়ে যানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর ট্রেনের শেষ বগির হুক ভেঙে গেলে ট্রেনটি প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী স্টেশন অতিক্রম করার পর ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে আসলে হঠাৎ ট্রেন থেকে বগিটি আলাদা হয়ে যায়। এসময় বিকট একটি শব্দ হয়। পরে দেখা যায় একটি বগি রেখে ট্রেনটি চলে যায়।
গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, ‘দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস বগিটি রেখেই ছেড়ে যায়। উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।’ এই ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী বিকেল ৩টা ১০ মিনিটের প্রবাল এক্সপ্রেস ছাড়তে পারেনি।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘বগিটি লাইনে পড়ে থাকায় রেল চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জন সংযোগ) মো. ফেরদৌস জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার রুট সচল হয়েছে।