রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ চলাকালে অপ্রত্যাশিতভাবে ফায়ার এলার্ম বেজে ওঠার ঘটনার তদন্ত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একাডেমির মূল ভবনের শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ফরেন সার্ভিস একাডেমিকে ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন,‘আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। লিখিত ও মৌখিকভাবে আমাদের অনুরোধ জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
ঘটনার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক রীয়াজ বলেন, ‘ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। সবাই দেখেছেন। জনগণের জানার অধিকার রয়েছে যে আসলে কী ঘটেছে।’
তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে নিরাপত্তা ও ধারাবাহিকতা নিশ্চিত করা বর্তমান কর্তৃপক্ষের দায়িত্ব।
আলী রীয়াজ বলেন, ‘আমাদের কার্যক্রম যদি ব্যাহত হয়, তবে কেন তা হয়েছে, তা জানার অধিকার আমাদের আছে। আমরা কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে অনুরোধ করেছি।
এর আগে, সোমবার(২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সংলাপ শুরু হওয়ার কিছু সময় পর, দুপুর সোয়া ১২টায় আচমকা ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং কমিশনের পক্ষ থেকে সাময়িকভাবে সংলাপ স্থগিত করা হয়।
‘এখানে ফায়ার এলার্ম বাজছে, আমাদের কিছু সময়ের জন্য বাইরে যেতে হবে,’ বলেই দুপুর ১২টা ২০ মিনিটে সভা মুলতবি ঘোষণা করেন আলী রীয়াজ। এরপর সবাই কনফারেন্স কক্ষ ত্যাগ করেন এবং ১২টা ৩০ মিনিটের দিকে এলার্মটি থেমে যায়। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টা ৪৫ মিনিটে আবারও সংলাপ শুরু হয়।

-20250728130408.webp)

