২০২৫ সালের জন্য জাতীয় বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে-স্কেল কমিশন দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে।
ইতোমধ্যে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান, দায়িত্ব এবং ব্যয়ের প্রকৃত চিত্র বিশ্লেষণ শুরু করেছেন তারা বলে জানা গেছে।
কমিশন সূত্র জানিয়েছে, পিতা-মাতাসহ ছয়জনের একটি পরিবারের সম্মানজনক জীবনযাপনের উপযোগী আয় কাঠামো তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কমিশনের সুপারিশে কর্মচারীর পরিবারভিত্তিক মৌলিক চাহিদা, দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দারিদ্র্য নিরসনে সরকারের সক্ষমতা, প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থার চাহিদা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবেচনায় নেওয়া হবে।
একই সঙ্গে মেধাবী ও দক্ষ জনবল আকৃষ্টকরণ, কর্মোদ্যোগ বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠনের ঘোষণা দেওয়া হয়।
কমিশনের পূর্ণকালীন সদস্যরা হলেন বেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন ও সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম।
কমিশনে খণ্ডকালীন সদস্য হিসেবে রয়েছেন,সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, সাবেক সরকারি কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, সাবেক সচিব ড. জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, সাবেক গ্রেড-১ কর্মকর্তা মিস তহমিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামসুল আলম ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. এ কে এম মাসুদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি, আইন, বিচারও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি বাস্তবায়ন আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন শাখার অতিরিক্ত সচিব।