বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে-বিগত সরকার ও তাদের সমর্থকদের এমন অভিযোগ ‘নিরর্থক ও প্রমাণহীন’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলুইৎজ।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই কূটনীতিক বলেন, গত জুলাই-আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তা নিয়ে বলা হয় যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিন্তু আমি মার্কিন কূটনৈতিকদের সঙ্গে কথা বলে স্পষ্টভাবে বুঝেছি-এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, বিগত সরকার বা তাদের ঘনিষ্ঠরা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলেও এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি। বরং এটি জনমতকে বিভ্রান্ত করার একটি চেষ্টা।
জন ড্যানিলুইৎজ বলেন, তবে ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল-এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত। কিন্তু ২০২৪ সালের ঘটনাপ্রবাহ একেবারে ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছে।
‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবের তাৎপর্য: পেছন ফিরে দেখা, সামনে এগিয়ে চলা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)।
সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং এসআইপিজির জ্যেষ্ঠ গবেষণা ফেলো মুহাম্মদ সুফিউর রহমান।
সেমিনারে দেশি-বিদেশি কূটনীতিক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :