ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৫:২৮ পিএম
সাংবাদিক সাইদুর রহমান রিমন। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সাংবাদিক সাইদুর রহমান রিমন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাইদুর রহমান রিমন অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।

এ ছাড়াও তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মুক্তকণ্ঠ, দেশবাংলা, বাংলানিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।