ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫১ এএম
ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ছবি- সংগৃহীত

ইসরায়েল অধিকৃত অঞ্চলের লক্ষ্যবস্তুতে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। বার্তা সংস্থা মেহের সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইয়াহিয়া সারি জানান, ইয়েমেন বিমান বাহিনীর তিনটি ড্রোন উম্ম আল-রাশরাশ (ইলাত) এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরে আঘাত হেনেছে এবং চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আক্রমণ করে। তার দাবি, সব ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।

তিনি বলেন, ইয়েমেনি জনগণের ওপর ‘অপরাধমূলক আগ্রাসন’ তাদের দৃঢ়তা দুর্বল করতে পারবে না। ফিলিস্তিনি জনগণকে রক্ষায় ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসিকতার সঙ্গে প্রতিরক্ষা অব্যাহত রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সব প্রচেষ্টা অতীতের মতো এবারও ব্যর্থ হবে এবং শত্রুর অপরাধ ইয়েমেনের মনোবলকে কখনো ভাঙতে পারবে না।

বিশ্লেষকদের মতে, এই হামলা আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের ভূমিকাকে স্পষ্ট করছে। কয়েক মাস ধরে ইয়েমেন গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বন্দর, বিমানবন্দর ও নৌপথে হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনি নেতৃত্ব বলছে, এ ধরনের হামলা দেখিয়ে দেয় যে, বছরের পর বছর যুদ্ধ ও অবরোধ সত্ত্বেও দেশটি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ইসরায়েলি আগ্রাসন ও পশ্চিমা সমর্থিত অপরাধের বিরুদ্ধে প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ একটি শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।