ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বড়দের হাত ধরে শিশুরাও ৩৬ জুলাই উদযাপনে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:০৯ পিএম
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পতাকা হাতে শিশু। ছবি- রূপালী বাংলাদেশ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আজ দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হচ্ছে।

দেশের গানের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। দিবসটি পালনে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল। ছবি- রূপালী বাংলাদেশ

এদিন দেশের নানা জায়গা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছুটে আসছেন বিভিন্ন বয়সির মানুষ।

জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে পতাকা হাতে শিশুরা। ছবি- রূপালী বাংলাদেশ

দিবসটি উদযাপনে শুধু বড়রা নয়, শিশুরাও যুক্ত হয়েছে। অনেকেই বাবার সঙ্গে পতাকা হাতে এসেছে। কেউবা দাদা, নানা বা পরিবারের বড়দের হাত ধরে দিবসটি স্মরণীয় করে রাখতে বাইরে বের হয়েছে।

খুনি হাসিনার বিচার চাই- প্ল্যাকার্ড হাতে যুবক। ছবি- রূপালী বাংলাদেশ

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায়।

দেশের নানা জায়গা থেকে ৩৬ জুলাই অনুষ্ঠানে ছুটে এসেছেন বিভিন্ন বয়সির মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ

এদিন বিকেলে সেখানেই ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

৩৬ জুলাই অনুষ্ঠানে পতাকা বিক্রি করছেন এক ব্যক্তি। ছবি- রূপালী বাংলাদেশ 

দিনটিকে অনেকেই বলছেন ‘৩৬ জুলাই’। কারণ ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনের ৩৬তম দিনেই পতন ঘটে শেখ হাসিনা সরকারের।


দেশের নানা জায়গা থেকে ৩৬ জুলাই অনুষ্ঠানে ছুটে এসেছেন বিভিন্ন বয়সির মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ