ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

কারাবিধি সংস্কারের আশ্বাস আইন উপদেষ্টার 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:১৩ পিএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, কারাবন্দিদের মানবাধিকার ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে সরকার। 

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীতে আয়োজিত ‘জুলাই কারাবন্দি স্মৃতি অনুষ্ঠানে’ এই কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কারের প্রক্রিয়া শুরু করবে বর্তমান সরকার, আর বাস্তবায়নের দায়িত্ব নেবে পরবর্তী সরকার।’

ড. আসিফ নজরুল আরও জানান, ‘‘জুলাই আন্দোলনে কারাবন্দিদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে একটি পূর্ণাঙ্গ তালিকা এবং তথ্যভিত্তিক ডকুমেন্টেশন তৈরি করা হবে। এ তালিকা সংরক্ষিত থাকবে ‘জুলাই জাদুঘরে’, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারে।’’

উল্লেখ্য, এর আগে তিনি আরও বলেন, জনগণের স্রোতের দিকে তাকালে দেশ গঠন ও সংস্কারের কাজ অনেক সহজ হতো।