ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে সরকার’

ইউএনবি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:০৪ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোরে শহরের ঐতিহ্যবাহী কানাইখালী স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। এজন্য সামনের দিনে তরুণ উদ্যোক্তাদের আর্থিকসহ সব সহায়তা দেওয়া হবে। যথাযথ অবকাঠামো উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনা সম্ভব হবে।

এ সময় জুলাই যোদ্ধারা তাদের নানা বিষয় তুলে ধরেন।

স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ জাতীয় ক্রীড়া পরিষদ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।