ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, হজ কার্যক্রমে সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি ঘুষ নেন, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।
তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজে কেউ দুর্নীতি বা ঘুষ নিলে আমি কঠোর ব্যবস্থা নেব। হজ এজেন্সিগুলোর সঙ্গে আমরা এই বিষয়ে সহযোগিতা চাই।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে আয়োজিত হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেলা ১৬ আগস্ট পর্যন্ত চলবে এবং এটি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘উড়োজাহাজের ভাড়া কমাতে কাজ শুরু করা হয়েছে। বিমান ও হজে যুক্ত অন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনায় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে তাদের মতামত নেওয়া যায়।’
তিনি অভিযোগ করেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে। এগুলো জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে।
তিনি বলেন, ‘যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এজেন্সিগুলোই এগুলো সরবরাহ করেছে। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আরবে এটি মাদক হিসেবে গণ্য হয়। এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’
ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে এক এজেন্সি মালিকের হজযাত্রী স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন। জেদ্দা বিমানবন্দরে তা ধরা পড়ে। তিনি হাবসহ সবাইকে সচেতন হতে বলেছেন এবং দেশের সুনাম রক্ষায় সতর্ক করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন