রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির একটি বিরল বামোশ মাছ। স্থানীয় এক ব্যবসায়ী আড়ত থেকে মাছটি ৫ হাজার টাকায় কিনে ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে কুশাহাটা এলাকার জেলে করম আলীর জালে মাছটি ধরা পড়ে।
প্রায় ৩ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় বাজারে নিয়ে আসা হলে দৌলতদিয়া ঘাটের আড়তদার হালিম মণ্ডলের আড়তে উন্মুক্ত নিলাম হয়। সেখানে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘বামোশ মাছ আমাদের দেশে এখন খুবই বিরল হয়ে পড়েছে। এটি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। এ ধরনের মাছ ধরা পড়লে তা অবমুক্ত করাই উচিত। আইন অনুযায়ী শিকার, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে অনেক সময় জেলেরা ধরে ফেলে। আমরা জেলেদেরকে এই বিষয়ে আরও সচেতন করতে কাজ চালিয়ে যাচ্ছি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন