ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০২:২৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে সর্বসাধারণের মতামত আহ্বান করেছে।

“হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষা” প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি পাওয়া যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dbhwd.gov.bd)। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খসড়া মহাপরিকল্পনায় হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা বা ব্যক্তি চাইলে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য dbhwd.hmp@gmail.com ঠিকানায় ই-মেইল করা যাবে।

এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।