উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হলেও শেষপর্যন্ত তা পূরণ হয়নি। সেই স্বপ্নভঙ্গের বেদনাদায়ক পরিণতিতে দেশে ফিরতে হলো আরও ৩০ বাংলাদেশিকে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ফেরত আসা এই দলের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হলো।
নিজ দেশে ফেরার মুহূর্তে তাদের নীরব মুখ আর ক্লান্ত দৃষ্টি যেন ভাঙা স্বপ্নের গল্পই বলছিল। সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে কেউই মুখ খোলেননি। হয়তো ব্যর্থতা আর অনিশ্চিত ভবিষ্যতের ভারে তাদের ভাষাহীনতা ফুটে উঠেছে।
এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, উন্নত জীবনের সন্ধানে বিদেশ যাত্রা যতটা সহজ মনে হয়, তার চেয়েও বেশি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় অভিবাসীদের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন