ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং তার প্যানেলের প্রার্থীরা নানা বাধার সম্মুখীন হয়েছেন।
তিনি বলেন, ‘অমর একুশে হলে গিয়ে সরাসরি কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও একই অভিযোগ শুনেছি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এমনকি প্যানেলের নম্বর সিট নিতে গেলেও বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। ভোট কেন্দ্রের বাইরেও আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে।’
আবিদুল আরও অভিযোগ করেন, ‘সকালে আমার বিরুদ্ধে একটি বড় ধরনের প্রোপাগান্ডা চালানো হয়, যেখানে মূলধারার গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছিল, যদিও পরবর্তীতে তারা সংশোধনী প্রকাশ করে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করতে গেলে তার ছাত্রত্ব বাতিল করার হুমকি দিয়েছেন। অথচ একই সময়ে শিবিরপন্থিদের সুযোগ দেওয়া হয়েছে।’
তিনি দাবি করেন, গণমাধ্যমেও কারচুপির প্রমাণ উঠে এসেছে এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তারা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন