ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চাকরিতে প্রবেশের বয়স ৩৪ হচ্ছে চিকিৎসকদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১৭ এএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধীদের প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

সাম্প্রতিক অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে চিকিৎসক ও প্রতিবন্ধীরা ৩৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পিএসসির প্রস্তাব অনুযায়ী চিকিৎসক ও প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত দুই বছর বয়সের ছাড় দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে সরকার।

এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে কম্পিউটার-সম্পর্কিত কিছু নির্দিষ্ট পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ৩৫ ও ৪০ বছর বহাল রাখার প্রস্তাবও মন্ত্রণালয় অনুমোদন করেছে।

তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বয়সসীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি উপদেষ্টা পরিষদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা অধ্যাদেশ অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও করপোরেশনে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল।

তখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পেতেন। কিন্তু ওই অধ্যাদেশের ফলে তাদের অতিরিক্ত বয়সসীমার সুবিধা বিলুপ্ত হয়ে যায়, যা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। চিকিৎসকেরা তখন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি জানান।