ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৭:২৬ পিএম
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি। ছবি- সংগৃহীত

যুক্তরাজ্য, জার্মানি ও বেলজিয়ামের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশেও বাড়ানো হয়েছে সতর্কতা। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তা। সংস্থার সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সই করা নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দরের প্রধান ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

দশ দফা বিশেষ নির্দেশনা

বেবিচকের পাঠানো নির্দেশনায় দেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে:

  • শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা;
  • অজানা ই-মেইল বা লিংকে ক্লিক না করা;
  • অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা;
  • পাইরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকা;
  • দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা;
  • এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু করা;
  • কোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট (CAAB-CERT);
  • আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, সম্প্রতি লন্ডনের একাধিক বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি বেবিচকের নিজস্ব ওয়েবসাইটেও সাইবার হামলার একটি ঘটনা ঘটে। এরপর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে ঝুঁকি মূল্যায়নের সুপারিশ দেয়।

এর আলোকে বিমানবন্দরের ডিজিটাল নিরাপত্তা জোরদারের জন্য একটি অভিজ্ঞ সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বর্তমানে বিবেচনাধীন রয়েছে।