দেশবরেণ্য কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
মহাপরিচালক বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম শুধু একজন শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, মুক্ত চিন্তার মানু্ষ, লেখক, গল্পকার এবং প্রাবন্ধিকও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। বিশ্ববিদ্যালয়টির ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি প্রথাগত গল্পধারার বাইরে বেরিয়ে এসে এক ভিন্ন শৈলীতে লিখতেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানের ওপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। যা আমাদের বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মনজুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন