মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে (৫০) কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, মোবাইল ফোন বেচাকেনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মাসুদ শুক্তগ্রামের ছবর শেখের ছেলে। এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শুক্তগ্রামে দত্তমোড় বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ রানা মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় শুক্তগ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলায় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইল ফোন বেচাকেনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন