আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ৪৮ সেকেন্ডের একটি প্রথম টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে, যা নির্বাচনি প্রচারের সূচনা হিসেবে ধরা হচ্ছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক ক্যাম্পেইন। এর প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।
তিনি আরও জানান, ফেব্রুয়ারি-২০২৬ এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের জনগণ নিজেদের মালিকানা পুনরুদ্ধার করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন