গণঅভ্যুত্থানের রোষে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যাদা) হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এখনো জাহিদ মালেককে দেখা যাচ্ছে।
পাশাপাশি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের কভার ছবিতে আছে ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।


ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার হলো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে স্বল্পমূল্যে উন্নতমানের বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
রোববার (৯ নভেম্বর) এই প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে https://nilmrc.portal.gov.bd ঢুকে দেখা যায় এই চিত্র।

শুধু জাহিদ মালেক নয়, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে স্বাস্থ্য সচিব হিসেবে এখনো দেখা যাচ্ছে ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তারা সবাই এখন সাবেক।
গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকে লিংক সার্চ দিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। তবে প্রতিষ্ঠানটির নামে খোলা বিভিন্ন সাইটে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যদের ছবি এখনো দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন