ফুটবল কোচিং ক্যারিয়ারে এক হাজার ম্যাচের এক অসাধারণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ম্যানচেস্টার সিটির খ্যাতিমান কোচ পেপ গার্দিওলা। আজ, রবিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ম্যাচটির মাধ্যমেই এই বিরল অর্জন স্পর্শ করবেন তিনি।
গার্দিওলার এই যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে বার্সেলোনা থেকে। এরপর বায়ার্ন মিউনিখ এবং বর্তমানে ম্যানচেস্টার সিটিতে তার কোচিং জাদু বিশ্ব ফুটবলে এনেছে এক নতুন মাত্রা।
সংখ্যায় এক ঝলকে গার্দিওলা
মোট জয়: ৭১৫টি
মোট হার: ১২৮টি
শীর্ষ লিগ শিরোপা: ১২টি
চ্যাম্পিয়নস লিগ শিরোপা: ৩টি (বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে)
গার্দিওলা বলেন, ‘সংখ্যাগুলো অবিশ্বাস্য! আমি যখন আবার শুরু করব, সম্ভবত এতগুলো ম্যাচে পৌঁছাতে পারব না।’
গার্দিওলাকে অনেকেই বিশ্বের সেরা ম্যানেজারের তালিকায় রাখেন। এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ আমাকে সর্বকালের সেরা বলেন, এবং এটি পুরোপুরি ঠিক। তবে আমি কখনো ভাবিনি, আমি সেরা হবো।
লিভারপুলকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে গার্দিওলা বলেন, আমরা একে অপরকে আরও ভালো হতে সাহায্য করেছি। জার্গেন ক্লপ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলেন এবং তার সঙ্গে এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন