বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে ওএসডি করেছে। যৌন হয়রানির অভিযোগ উঠার পর দ্রুত এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বোর্ড।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বোর্ড অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
এর আগে শনিবার (৮ অক্টোবর) বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে আছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন