দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হংকং ক্রিকেট সিক্সেসে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। রোববার মংকক মিশন রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে কুয়েতকে ৪২ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল আব্বাস আফ্রিদির দল।
এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও নিজেদের করে নিল পাকিস্তান।
গত বছর একই আয়োজনে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। তবে এবার আর সেই ব্যর্থতা পুনরাবৃত্তি হয়নি। শুরু থেকেই পরিপূর্ণ আধিপত্য নিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় সাবেক চ্যাম্পিয়নরা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুয়েত অধিনায়ক ইয়াসিন প্যাটেল। ব্যাট হাতে নেমে ৬ ওভারে ১৩৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান।
মাত্র ১১ বলে বিধ্বংসী ৫২ রান করেন অধিনায়ক আব্বাস আফ্রিদি, যেখানে ছিল ২ চার ও ৭টি ছক্কার মার। কুয়েতের হয়ে সেরা বোলার মিত ভাবসর ২ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
জবাবে ঝোড়ো সূচনা করে কুয়েত। প্রথম ওভারেই তুলে ফেলে ৩২ রান। তবে এরপর পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকে পড়ে তারা। শেষ পর্যন্ত ৫.১ ওভারে ৯২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে দলটি। ওপেনার আদনান ইদ্রিস মারেন সর্বোচ্চ ৫টি ছক্কা।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মাজ সাদাকাত—নেন ৩ উইকেট। এ ছাড়া মুহাম্মদ শাহাজাদ, আব্বাস আফ্রিদি ও আব্দুল সামাদ নেন একটি করে উইকেট।
২০১১ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল পাকিস্তান। নতুন এই অর্জনে টুর্নামেন্টে মোট ছয়টি চ্যাম্পিয়নশিপ এখন তাদের। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা—দু’দলই পাঁচবার করে শিরোপা জিতেছে। দু’বার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা, আর ভারত ও অস্ট্রেলিয়া জিতেছে একবার করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন