কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার আগের দুটি প্রীতি ম্যাচে অনুপস্থিত ছিলেন এনজো ফার্নান্দেজ। দীর্ঘ বিরতির পর চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াডে ফিরেছিলেন এই মিডফিল্ড তারকা। তবে চোটের হানায় ফের মাঠের বাইরে যেতে হলো তাকে।
শনিবার (৯ নভেম্বর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন এনজো।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ক্লাব ফুটবলের ঘনিষ্ঠ সূচির কারণে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় তার চোটের ঝুঁকি বাড়ছিল।
২৪ বছর বয়সী এ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাচ শেষে জানান, চার মাস আগে ডান হাঁটুতে পাওয়া চোটটি সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। তিনি বলেন, কয়েকদিন ধরে হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। মেডিক্যাল দলের সঙ্গে আলোচনার পর বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিনদিন আগে ঘোষিত সেই স্কোয়াডে ছিলেন এনজোও। তবে শেষ মুহূর্তের চোটে তাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। টানা দুই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না এই মিডফিল্ডারের।
বর্তমানে চোট পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলে জানান এনজো। তিনি আরও বলেন, গত সপ্তাহে ব্যথা এতটাই ছিল যে স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছিল। পুনর্বাসন প্রক্রিয়া শেষে শতভাগ ফিট হয়ে সতীর্থদের সঙ্গে ফিরতে চাই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন