নিখোঁজ হওয়ার দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত।
পুলিশ জানায়, নাইম নিখোঁজ হওয়ার পর তার পরিবার মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই তাকে খোঁজার চেষ্টা চলছিল।
তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি, বিস্তারিত জানার পর তাকে ঢাকায় আনা হবে।
এর আগে গত রোববার সকালে মতিঝিলের অফিসে যাওয়ার পর নিখোঁজ হন নাইম। তিনি মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় পরিবারসহ থাকেন।
পরিবারের জিডিতে নাইমের বাবা সাজ্জাদ রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে সে বাসা থেকে অফিসে যায়, এরপর আর ফিরে আসেনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সেদিন দুপুরে নাইম অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হয়ে যান। দুপুর ১২টা ৫৩ মিনিটে সহকর্মীকে পাঠানো শেষ বার্তায় বোঝা যায়, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন