শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:০৫ এএম

ভূমিকম্পে ঢাকার পঙ্গু হাসপাতালে রোগীর চাপ, জরুরি বিভাগে হুড়োহুড়ি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:০৫ এএম

ভূমিকম্পে ঢাকার পঙ্গু হাসপাতালে রোগীর চাপ, জরুরি বিভাগে হুড়োহুড়ি

ভূমিকম্পের পর রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে। আতঙ্কে দৌড়াদৌড়ি, নিরাপদ স্থানে ছুটতে গিয়ে পড়ে গিয়ে কিংবা ধাক্কাধাক্কিতে আহত হয়ে সবচেয়ে বেশি রোগী গেছেন ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়ি-অফিস, মার্কেট এবং উঁচু ভবন থেকে মানুষ রাস্তার দিকে ছুটতে থাকে। কোথাও কোথাও ভবন হেলে পড়েছে। 

ভূমিকম্পের পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহত রোগীদের ভিড়। জরুরি বিভাগে দেখা যায়, কারও মাথায় চোট, কারও হাতে ব্যান্ডেজ, কেউ পড়ে গিয়ে পা মচকেছেন। আতঙ্কে দৌড়ে পালানোর সময় লাফ দিতে গিয়ে, সিঁড়িতে ধাক্কাধাক্কি কিংবা হুড়োহুড়িতে পড়ে সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানান চিকিৎসকেরা।

এক চিকিৎসক বলেন, ঝাঁকুনির চেয়ে আতঙ্কই মানুষের বেশি ক্ষতি করেছে। বেশিরভাগ রোগীই দৌড়ে পালাতে গিয়ে আঘাত পেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১০টা পর্যন্ত পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। ভর্তি হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুধু পঙ্গু হাসপাতাল নয়, ঢাকার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও একই চিত্র। দীর্ঘ লাইন, চিকিৎসা নিতে ভিড় এবং স্বজনদের ব্যস্ততা। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা হাসপাতালেও ভূমিকম্প-আতঙ্কে আহত রোগী বৃদ্ধির খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের মতো দুর্যোগে সচেতনতা ও প্রশিক্ষণের অভাবই আতঙ্ক বাড়িয়ে দেয়, যার প্রভাব সরাসরি হাসপাতালে গিয়ে পড়ে। তাই ভবিষ্যতে এমন দুর্যোগে ক্ষতি কমাতে প্রস্তুতি জোরদারের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

রূপালী বাংলাদেশ

Link copied!