ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছেন আনসার-ভিডিপ : উপ-মহাপরিচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:৩২ পিএম
অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণ- ৭ম ধাপ সমাপনী অনুষ্ঠান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম বিএএমএস, বিভিএমএস বলেছেন, ‘সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা এবং প্রশিক্ষণ দক্ষতাকে কাজে লাগিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটকেন্দ্রের যেকোনো চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র নস্যাৎ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত।’

 

শনিবার (২২ নভেম্বর) মাদারীপুরে অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণ- ৭ম ধাপ সমাপনী অনুষ্ঠানে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তিনি এ কথা বলেন।

এর আগে উপ-মহাপরিচালক ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী। এদিন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপ-মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড গ্রহণ করেন ও গার্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে তিনি সব সদস্যদের উদ্দেশে বলেন, জননিরাপত্তার এ বিশাল বাহিনী মাদক, সন্ত্রাস দমন, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পসহ জাতির ক্রান্তিলগ্নে সদা নির্ভীক থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে সবাইকে উদাত্ত আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান মহা-পরিচালকের বিচক্ষণ নেতৃত্ব এবং চলমান সংস্কার কার্যক্রমে এগিয়ে যাচ্ছে আনসার বাহিনী। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তাই নয়, বরং দেশপ্রেম, মানবিকতা এবং জাতির সংকটকালে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময়ে মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী বলেন, উক্ত সতেজকরণ প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে।

এর পরে উপ-মহাপরিচালক গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা। এ সময় মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপ-মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড গ্রহণ করেন ও গার্ড পরিদর্শন করেন।

অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণ ২০২৫ খ্রি. (৭ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে উপ-মহাপরিচালক বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি, সময়োপযোগী চিন্তা ও দক্ষ নেতৃত্বে গৃহীত নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা বাহিনীকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর করে তুলছে।

সফরকালে তিনি মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী, উপপরিচালক এমরানুল হক, মাদারীপুর আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, শরীয়তপুর আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মজিবুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

উক্ত সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং সেরা প্রশিক্ষণার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।