মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে পাঠানো চিঠির এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ। চিঠির দ্রুত জবাব পাওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নোট ভারবাল পাঠানো হলেও ‘এত দ্রুত জবাব আশা করি না।’
কেন দ্রুত জবাব পাওয়া যাবে না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ‘আগে পাঠানো চিঠিরও এখনো উত্তর পাইনি। তাই কয়েক দিনের মধ্যেই নতুন চিঠির উত্তর চলে আসবে—এটা আশা করা বাস্তবসম্মত নয়। তবে অবশ্যই আমরা আশা করি উত্তর পাবো, কিন্তু এক সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা কম।’
চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা।
উল্লেখ্য, গত বছরের জুলাই হত্যাকাণ্ড–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। এর পর গত শুক্রবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানো হয়।
গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ, যার জবাবও এখনো পাওয়া যায়নি।
নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। কমিশন অনুরোধ না করলে সরকার এ বিষয়ে কোনো ভূমিকা রাখবে না এবং আগত পর্যবেক্ষকদের সহায়তাও করবে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন