ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করল পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৪ পিএম
শিক্ষা ভবন ঘিরে নিরাপত্তা জোরদার। ছবি- সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি না হওয়ায় আবারও রাস্তায় নামছে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া ঝুলে থাকার কারণে শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষা ভবন অবরোধ কর্মসূচিতে অংশ নেবেন।

তবে শিক্ষার্থীদের আগমনের আগে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বর্তমানে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই একযোগে শিক্ষা ভবনের দিকে যাত্রা করবেন।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। প্রস্তাবিত খসড়া আইন প্রকাশ হলেও চূড়ান্ত অধ্যাদেশে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে বলেন, অনেক দিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া স্থগিত রয়েছে। পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার মধ্যে আমরা রয়েছি। আমাদের একটাই দাবি অধ্যাদেশ।

উল্লেখ্য, ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।