বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় সশস্ত্র কেএনএফ সদস্যদের একটি দল শনাক্ত হলে সেনাসদস্যদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে দুজন সশস্ত্র কেএনএফ সদস্যের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন ‘পুটিং ওরফে ডলি’ নামে পরিচিত, যিনি কেএনএফ-এর নেতৃত্ব পর্যায়ের ‘মেজর’ পদমর্যাদার সদস্য ছিলেন। অপরজনও কেএনএফ-এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (SMG), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, গত কয়েক বছরে কেএনএফ-এর সশস্ত্র তৎপরতার কারণে বান্দরবানের বম জনগোষ্ঠীর বহু পরিবার তাদের বসতভিটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
তবে সম্প্রতি ধারাবাহিক অভিযানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে এখন পর্যন্ত ১২৬টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনে সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :